মেসি ও বার্সেলোনা
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। বার্সেলোনা তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি আর থাকছেন না বার্সায়।
বিবৃতিতে বলা হয়েছে, বার্সা ও মেসি দুই পক্ষই চুক্তি সম্পাদনের ব্যাপারে তাদের ইচ্ছার কথা প্রকাশ করলেও আর্থিক ও কাঠামোগত কিছু প্রতিবন্ধকতার কারণে তা আর সম্ভব হচ্ছে না।
বার্সা-মেসি সম্পর্কের এই রসায়ন ২১ বছরের। অবশেষ তাতে ছেদ পড়ল। কৈশোর-তারুণ্যের ক্লাবের সঙ্গে নাড়ির সম্পর্কে বিচ্ছেদ হলো মেসির। আর তাই যেন হৃদয়ে রক্তক্ষরণ ভক্ত-সমর্থকদের মাঝে। বার্সেলোনা থেকে রোজারিও। অবিশ্বাস্যের ঘোর সমর্থকদের। মেসি ভক্তদের ওপর যেন আকাশ ভেঙে পড়েছে। মেসির গায়ে অন্য ক্লাবের জার্সি, কোনোভাবেই মানতে চাইছেন না সমর্থকরা।
স্প্যানিশ দৈনিক মার্কা বলছে, মেসির বার্সেলোনায় থাকাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ক্রীড়াখাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিভিসিকে নিয়ে লা লিগা যে প্রস্তাব দিয়েছে বার্সেলোনাকে, তা বার্সেলোনার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এ বাস্তবতায় ভবিষ্যতে সুপার লিগ হওয়াও রীতিমতো অসম্ভব হয়ে পড়বে।