শিরোনাম

6/recent/ticker-posts

আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল স্পেন



ব্রাজিল বনাম স্পেন 

সেলেসাওদের সামনে টানা দ্বিতীয় স্বর্ণ জয়ের সুযোগ। অন্যদিকে, লা ফিউরা রোজারা ভাঙতে চায় ২৯ বছরের খরা।

ব্রাজিলের জাপান মিশন শুরু হয়েছিল জার্মানদের হারিয়ে। রিচার্লিসনের হ্যাটট্রিকে আগেরবারের ফাইনালিস্টদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে হলুদ শিবির। কিন্তু পরের ম্যাচেই থেমে যায় তাদের জয়রথ। গ্রুপের শেষ ম্যাচে আবারও জ্বলে উঠেন রিচার্লিসন, জয় পায় সাম্বারা।

ব্রাজিল দলের অধিনায়ক দানি আলভেস বলেন, ‘আমি ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামতে চাই। কিন্তু তার আগে অলিম্পিক স্বর্ণ জিততে চাই। স্পেন শক্ত প্রতিপক্ষ মানছি, কিন্তু অপ্রতিরোধ্য নয়। আমরা প্রতিটি ম্যাচ আধিপত্য ধরে রেখে জিতেছি। ফাইনালেও একইভাবে খেলবো।