.jpg)
নিজস্ব প্রতিবেদক
নয়ন যতদুর পলক ফেলে যায় গোলাপি, সাদা, রঙের পদ্মফুলের পাঁপড়ি মেলে যেন স্বাগত জানাচ্ছে প্রকৃতি প্রেমীদের। এটি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ঘোষপাড়া গ্রামে প্রাকৃতিকভাবেই সৃষ্ট একটি পদ্মফুলের বিল।
প্রকৃতি আবারোও যেন তার সৌন্দর্য ঢেলে দিয়েছে পদ্ম ফুলের পাতায় পাতায়। পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে দূর- দূরান্ত থেকে আসছেন অনেক প্রকৃতিপ্রেমী ।
বাতাসের তালে তালে দোল খাচ্ছে গোলাপি আর সাদা রঙের অসংখ্য পদ্মফুল। প্রকৃতি যেন তার সৌন্দর্য ঢেলে দিয়েছে পদ্মফুলের পাতায় পাতায়।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া কাতনি বিল। স্থানিয় লোকজন সহ দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরাও এখন এই বিল কে পদ্মবিল নামেই চিনে। গত ৫ থেকে ৭ বছর ধরে বর্ষা মৌসুমে বিল জুড়ে দেখা যায় পদ্মফুল। করোনার কারণে মানুষের আনাগোনা কম থাকলেও, প্রায়ই অনেক দূর-দূরান্ত থেকে অনেকে এখানে আসেন পদ্মফুলের অপার সৌন্দর্য্য উপভোগ করতে।
স্থানিয়দের ভাষ্যমতে,গত ৫ থেকে ৭ বছর ধরে বর্ষা মৌসুমে বিল জুড়ে দেখা যায় পদ্মফুল। করোনার মহামারীর কারনে পর্যটকদের আনাগোনা কম থাকলেও, এখন প্রায় প্রতিদিন-ই দূর-দূরান্ত থেকে অনেক পর্যটক আসছে এক নজর পদ্ম ফুলের বিল ঘুরতে।
কিশোরগঞ্জ জেলার জলাভূমিতে এমন পদ্মফুল ছড়িয়ে দিতে উদ্যোগ নেয়ার কথা জানালেন কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তররের উপ-পরিচালক মোঃ ছাইফুল ইসলাম।
বর্ষাকাল ও শরৎকালে ফোটা এসব পদ্মফুল আরো বেশি মানুষকে আকৃষ্ট করবে- এমনটাই মনে করেন স্থানীয়রা।