প্রকাশিত সংবাদের প্রতিবাদ করলেন ‘প্রতিদিন খবরের’ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ।

গত ২১ আগস্ট (শনিবার) রাতে চট্টগ্রামের কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এবং চট্টগ্রামের কিছু আজ্ঞলিক ও জাতীয় দৈনিক পত্রিকায় ‘তিনি চট্টগ্রাম আগ্রাবাদ এলাকায় ডিবির ক্যাশিয়ার পরিচয় দিয়ে চাঁদা দাবী করেন’ এরুপ প্রকাশিত সংবাদের জন্য তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেন।

এ বিষয় নিয়ে বিল্লাল হোসেন বলেন, আমি দীর্ঘ দিন যাবৎ ‘প্রতিদিন খবর’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। এছাড়ও বিডিপ্রতিদিন খবর নামে চট্টগ্রামে আমার একটি অনলাইন নিউজ পোর্টালও রয়েছে। কিন্তু কিছু সাংবাদিক ভাইয়েরা আমার বিষয়ে না জেনে এরুপ সংবাদ প্রকাশ করেছেন। যা অত্যন্ত দুঃখজনক। আমি তাদের বলবো আপনারা ভাল করে যাচায় করুন। আমি কখনো নিজেকে থানা বা ডিবির ক্যাশিয়ের বলে কোথাও চাঁদা দাবী করিনি।

তিনি আরো বলে হয়তো এটি সাংবাদিক ভাইয়দের ভুল বোঝাবুঝি হতে পারে কিংবা কোন মহল গোষ্টী আমার মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য সাংবাদিকদের এরুপ মিথ্য ইন্দন দিয়েছে। তবে আমরা সাংবাদিকরা ভাই ভাই। আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। তবেই আমরা বিন্দু থেকে বৃত্তে পৌছাতে পারবো।