ব্রিগেডিয়ারসহ নানা পরিচয়ে প্রতারণা চালিয়ে আসা ইশরাত রফিক ঈশিতা নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন।
কমান্ডার খন্দকার আল মইন বলেন, দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি পরিচয়ে গ্রেফতার হওয়া ইশরাত রফিক ঈশিতা প্রতারণা চালাতেন। তিনি নিজেকে চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট, ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে আসছিলেন। চিকিৎসক ছাড়া তার সব পরিচয়ই ভুয়া।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ময়মনসিংহে অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে ২০০৫-০৬ শিক্ষাবর্ষে এমবিবিএস সম্পন্ন করেন। ২০১৪ সালে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগদান করেন। চার মাস পর শৃঙ্খলাজনিত কারণে চাকরিচ্যুত হন।
অভিযানে ভুয়া আইডি কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া সিল, ভুয়া সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, ৩০০ পিস ইয়াবা, ৫ বোতল বিদেশি মদ ও মোবাইল উদ্ধার করা হয়।
চিকিৎসাশাস্ত্রে এমবিবিএস ছাড়া সব সনদই তার ভুয়া
গ্রেপ্তার ইশরাত রফিক ঈশিতা চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক হিসেবে পরিচয় দিতেন। তার ভুয়া বিশেষজ্ঞ ডিগ্রি এমপিএইচ, এমডি, ডিও সব তার ভুয়া। ভুয়া ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবেও তিনি প্রচার করতেন। বিভিন্ন সাইটে চিকিৎসা শাস্ত্রে গবেষণাধর্মী প্রবন্ধ, আর্টিকেল বা থিসিস পেপার প্রকাশনা করেছেন মর্মে প্রচার করতেন।বিদেশি সব সাফল্য এবং ডিগ্রিও ভুয়া।