১৮ বছরের নিচে শিক্ষার্থীদের জন্য ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে নার্সিং পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, ১২ সেপ্টম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে সিদ্ধান্ত নেয়া হবে আগামীকাল। শিক্ষার্থীদের সংক্রমণমুক্ত রাখতে সব ব্যবস্থাই নেয়া হবে।

এসময় তিনি বলেন, ৮০ ভাগের বেশি মেডিকেল শিক্ষার্থী এরই মধ্যে ভ্যাকসিন পেয়েছেন। টিকা দেয়া হয়েছে শিক্ষকদেরও।