নানা আলোচনা-সমালোচনার পর র্যাবের হাতে গ্রেফতার হলেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন। বৃহস্পতিবার বিকেলে তাকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার করে র্যাব।
তার বাসার ভেতরে যখন র্যাবের তল্লাশি চলছিল তখন বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যের পাশাপাশি ভুক্তভোগী ও উৎসুক জনতা ভিড় করে। এ সময় বাসার ভেতরে কালো টি-শার্ট, জিনস্ প্যান্ট পরিহিত অবস্থায় বসে থাকতে দেখা গেছে ইভ্যালির সিইও রাসেলকে। ঘরের ভেতরেই জুতা পরে বসে থাকা রাসেলকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। সামনে ছিল পানির বোতল। বিকেল ৫.২০ মিনিটের দিকে তাকে বাসা থেকে বের করে আনেন র্যাব সদস্যরা। পরে তাকে র্যাবের গাড়িতে করে সেখান থেকে সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে রাসেলের বাসার সামনে জড়ো হওয়া ইভ্যালির গ্রাহকরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন রাসেলকে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেয়ার আরেকটি সুযোগ দেয়া হয়।
আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে রাসেলের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশও করেছেন গ্রাহকরা।