ধানমন্ডি থানার মামলায় ইভ্যালির সিইও রাসেলকে ১ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। চেয়ারম্যান শামীমা নাসরিনকে কারাগারে পাঠানোর নির্দেশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) প্রথম দফা রিমান্ড শেষে আদালতে হাজির করে জামিন চাইলে রাসেলকে ১ দিনের রিমান্ড এবং চেয়ারম্যান শামীমা নাসরিন রিমান্ড এবং জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মো. রাসেল ও তার স্ত্রী শামীমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। ওই রিমান্ড সোমবার (২০ সেপ্টেম্বর) শেষ হয়েছে।