বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে নিজেদের জয়যাত্রা ধরে রেখেছে ব্রাজিল। চিলির বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয় পেয়েছে তিতের দল।

চিলির বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে ব্রাজিলকে। ফর্মে থাকা রিচার্লিসনসহ ৯ ইংলিশ ফুটবলারের অভাবটা এদিন ভালোই টের পেয়েছে সেলেসাওরা।

তারপরেও চেষ্টা চালিয়ে গেছে ব্রাজিল। আট মিনিটেই এগিয়ে যেতে পারত তিতের ছাত্ররা। কিন্তু নেইমারের পাসে গোল করতে পারেননি ব্রুনো গিমারয়েস। ২৮ মিনিটে আরও একবার সুযোগ পেয়েছিলেন দলের সেরা তারকা নেইমার। কিন্তু ফাঁকায় বলে পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন পিএসজি তারকা।