দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেককে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অস্ত্র আইনের একটি ধারায় ১৫ বছর এবং আরেকটি ধারায় তাকে ১৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম মামলাটির রায় ঘোষণা করেন।

তার আগে আবদুল মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

২০২০ সালের ২০শে সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেককে গ্রেফতার করে র‌্যাব। সেসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।