নেইমারের নৈপুন্যে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে জায়ান্ট ব্রাজিল। পেরুকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে পেরুর বিপক্ষে শুরুতেই লিড পায় ব্রাজিল। ম্যাচের ১৫ মিনিটে নেইমারের অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন এভারটন রিবেইরো। আগের গোলের যোগানদাতা নেইমার এবার গোল করলেন নিজেই। ৪০ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন এই তারকা ফরোয়ার্ড।

অন্যদিকে, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। বুয়েন্স আইরেসে ম্যাচের শুরু থেকে দাপুটে ছিলো আর্জিন্টিনা।