সাদ্দাম হোসেনঃ

রাজধানীর হাজারীবাগের কালুনগর এলাকায় নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বিআইডাব্লিউটিএ ও জেলা প্রশাসন। এসময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

রবিবার (২৪শে অক্টোবর) বেলা ১১ টা থেকে শুরু হওয়া এই অভিযান বিকেল ৪টা পর্যন্ত চলে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক সহকারি ভূলি কমিশনার তারিন মশরুল।

তারিন মশরুল জানান, পূর্বের নির্ধারিত জায়গা সহ নতুন করে ভরাট করা জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চলছে। তিনি আরও বলেন যে সামনের দিকে গড়ে ওঠা উচ্চতল ভবনসহ আসে-পাশের স্থাপনা গুলি যদি অবৈধ ভাবে গড়ে ওঠে এবং যদি হাইকোর্টের দেয়া ম্যাপে থাকে তাহলে সেগুলোকেও উচ্ছেদ করা হবে।

এবং এই অভিযান সামনে চলমান থাকবে বলে তিনি জানান।