এখন সবার চলবে ফ্রি মেসেঞ্জার, পাঠানো যাবে টেক্সট ও ফটো। গত ১০ নভেম্বর থেকে চালু করা হয়েছে সেবাটি।

বিটিআরসির এক কর্মকর্তা জানান, সবার সবসময় ডাটা (ইন্টারনেট) থাকে না। গ্রাহকরা যাতে ডাটা ছাড়াই টেক্সট পাঠাতে পারেন, সে জন্য অপারেটররা মিলে এই সুবিধা চালু করছে।

তিনি আরো জানান, বর্তমানে অপারেটরগুলোর নানান প্যাকেজে গ্রাহকেরা জর্জরিত। প্যাকেজের শৃঙ্খলা থাকা দরকার। এজন্য ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে বিনামূল্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুবিধা থাকলেও ২০২০ সালের জুলাইয়ে এ সুবিধা বন্ধ ঘোষণা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।