স্বাধীনতা কাপের শিরোপা জয়ের স্বাদ সবশেষ পাওয়া হয়েছিল ১৯৯০ সালে। মাঝে কেটেছে ৩১ বছর। এত লম্বা সময় অপেক্ষার পর অবশেষে এই ঘরোয়া টুর্নামেন্ট জয়ের স্বাদ পেল আবাহনী লিমিটেড। স্বাধীনতা কাপের ১১তম আসরে বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী।


এর আগে ২০১৬ সালে এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল আবাহনী। সেবার চট্টগ্রাম আবাহনীর কাছে ২-০ গোলে হেরেছিল তারা। তবে এবার শিরোপার মঞ্চে উঠে আর ভুল করল না তারা। শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়ে মুকুট পরল আবাহনী।