সব স্বপ্ন ধূলিসাৎ বার্সেলোনার। বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জাভির দল।

১৭ বছর পর এবারই প্রথম ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারল না বার্সা। ২০০৩-০৪ মৌসুমে শেষবার শেষ ষোলোয় জায়গা পেতে ব্যর্থ হয়েছিল কাতালান জায়ান্টরা।

৭ পয়েন্ট নিয়ে তিনে নেমে যাওয়া বার্সার ঠাঁই হচ্ছে ইউরোপা লিগে। এই প্রতিযোগিতায় নকআউট রাউন্ডে প্লে-অফ খেলতে হবে জাভির দলকে।

বার্সাকে পেলেই যেন জ্বলে ওঠে বায়ার্ন। করোনার কারণে ঘরের মাঠে দর্শক না থাকলেও উদ্‌যাপনে কমতি ছিল না হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যদের। ৩৪তম মিনিটে লেওয়ানদভস্কির ক্রসে হেড থেকে বায়ার্নকে এগিয়ে দেন মুলার।