বিচ্ছেদের প্রায় এক বছর পর সাবেক স্বামী হারুনুর রশীদ অপুর বিরুদ্ধে ‘নির্যাতনের’ অভিযোগ তুললেন অভিনেত্রী শবনম ফারিয়া।
ভালোবেসে ঘরে বেধেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। কিন্তু তাদের ভালোবাসার সেই সংসার খুব বেশিদিন টেকেনি। গত বছরের নভেম্বর মাসে ফারিয়া-অপুর বিচ্ছেদ হয়। কিন্তু বিচ্ছেদের নেপথ্যে কী ছিল? কারো পক্ষে তখন জানা সম্ভব হয়নি।
তবে বুধবার রাতে এই অভিনেত্রীর এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানা গেল তাদের সংসার ভাঙার নেপথ্যের কারণ। শবনম ফারিয়া স্বামীর কাছে নির্যাতিত হয়ে বিচ্ছেদের পথে হেঁটেছেন। শুধু নির্যাতনই নয়, নির্যাতন করে হাত ভেঙে দিয়েছিলেন তার স্বামী। সমাজের নিয়ম ও কী বলবে সমাজ, স্বজন এই ভেবে সহজে বিচ্ছেদের পথে হাঁটতে চাইছিলেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন দেবীখ্যাত অভিনেত্রী।