ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা।বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ এবং ভারতের মেয়েরা। খেলার ৮০ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেছেন আনাই মুঘিনি।

ম্যাচের শুরুতে দাপট দেখায় ভারত। তবে এরপরই দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৫ মিনিটে গোল পেতে পেতেও পায়নি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথমার্ধের বাকি সময়টায়ও ভারতের জালে একের পর এক আক্রমণ করে বাংলাদেশ। তবে ভাগ্য সহায় ছিল না বাংলাদেশের মেয়েদের পক্ষে।