গোয়েন্দা নজরদারিতে তাহসান-মিথিলা-ফারিয়া, হতে পারেন গ্রেপ্তার
শুক্রবার, ডিসেম্বর ১০, ২০২১
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে যে কোন সময় গ্রেপ্তার হতে পারে জনপ্রিয় তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।
ইভ্যালির প্রতারণায় সহযোগিতার অভিযোগে গ্রাহক সাদ স্যাম রহমানের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।
সাজ্জাদুর রহমান বলেন, ‘তাহসান, মিথিলা, শবনম ফারিয়া গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। প্রতারণার শুরু থেকেই ইভ্যালি নামিদামি তারকাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। গ্রাহকদের অভিযোগ জনপ্রিয় এসব তারকাদের দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়েই সর্বস্বান্ত হয়েছেন তারা। আমরা গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছি।’