আজ রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউপি ও পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তুর্থ ধাপে ৮৪০টি ইউপি’র মধ্যে ৩৩টিতে ইভিএমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। বাকিগুলোতে ভোট নেয়া হচ্ছে ব্যালটের মাধ্যমে। কেন্দ্রে কেন্দ্রে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে আছে ভ্রাম্যমাণ আদালত।