বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড |
ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১১৭ রানে হারলো বাংলাদেশ। ফলে ১-১ সমতায় শেষ হলো সিরিজ। তৃতীয় দিন ফলোঅনে পড়ে লিটন দাসের সেঞ্চুরির পরও টাইগারদের দ্বিতীয় ইনিংস থামে ২৭৮ রানে।
এদিকে সবাইকে অবাক করে নিজের শেষ টেস্টে বোলিং করেন রস টেইলর। আর সরনিও শেষ টেস্টে উইকেটও পান তৃতীয় বলেই। শরিফুলকে আউট করে টেস্ট ক্রিকেটের ইতি টানলেন টেইলর। এদিকে দ্বিতীয় ইনিংসে কিউইদের হয়ে ৪ উইকেট পেয়েছেন কাইল জেমিসন এবং তিনটি উইকেট পেয়েছেন ওয়াগনার।
তিন দিনে টেস্ট শেষ হয়ে গেলেও বাংলাদেশ ফিরবে আগের নির্ধারিত ফ্লাইটেই। ১৫ জানুয়ারি ঢাকা ফেরার কথা মুমিনুল হকের দলের। ২১ জানুয়ারি শুরু হবে বিপিএলের অষ্টম আসর।