কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে ১২০০টি ঘর পুড়ে গেছে। রোববার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নং ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

৮ নম্বর এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানিয়েছেন, উখিয়া টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের ৮টি টিম ঘটনাস্থলে পৌঁছে।পরে সন্ধ্যা ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণের আসে।

অগ্নিকান্ডে ক্যাম্পের বি ব্লক ও সি ব্লক পুড়ে গেছে। এখন উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে তিনি জানান।

১৬ নম্বর ক্যাম্পের বি ব্লক থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।