ছয় মাসের প্রেমের পর আগামী ২৪ জানুয়ারি বিয়ে হতে চলেছে দু’জনের। দিনক্ষণ ঠিক হয়েছিল আগেই। কিন্তু করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় রাশ টানতে হলো দুই পরিবারকে। শেষ পর্যন্ত অভিনব বিয়ের আয়োজন করলো দুই পরিবার।
বিয়ে কি ভার্চুয়ালি সম্ভব? শুনতে অবাক লাগলেও দুই বঙ্গসন্তান তাই-ই করে দেখাতে চলেছেন। Google Meet-এ বিয়েও হবে আবার কোভিড বিধিও ভাঙবে না!
ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়, ভারতের পূর্ব বর্ধমানের এক যুগলের বিয়ের আয়োজন এখন নেটিজেনদের আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এই বিয়ের পাত্র পূর্ব বর্ধমানের মেমারির পাল্লারোডের সন্দীপন সরকার। পাত্রী একই জেলার অদিতি দাস। রাজ্য সরকার বিয়ের অনুষ্ঠানে ২০০ জনকে হাজির থাকার অনুমতি দিলেও জাঁকজমক কমাতে চান না এই যুগল। তাই অদিতির বাড়ির কাছেই এক ক্লাবের মাঠে হবে বিয়ের অনুষ্ঠান। আর বৌভাতের আয়োজন করা হচ্ছে সন্দীপনের বাড়ির ছাদে।
সন্দীপন-অদিতির বিয়েতে নিমন্ত্রিত অতিথির সংখ্যা অনেক। তাদের জন্য বিয়ের ও বউ ভাতের ভার্চ্যুয়াল উপস্থিতির ব্যবস্থা করেছেন তারা। একইসাথে ব্যবস্থা রয়েছে প্রীতিভোজের, যা হবে হোম ডেলিভারির মাধ্যমে। সন্দীপন জানান, হোম ডেলিভারিতে ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার সিদ্ধান্ত শুনে পাত্রীর বাবা প্রথমে ‘পাগলের প্রলাপ’ বলে উড়িয়ে দেন। এরপর দুই পরিবারই রাজি হন।
এই ডিজিটাল বিয়ের ভাবনা এসেছিল হাসপাতালের বেডে শুয়ে। সন্দীপন করোনায় আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। চারদিন হাসপাতালের বেডে শুয়ে এই অভিনব ভাবনা আসে তাঁর মাথায়। এমন ভাবনা যাতে অতিথিরাও হাজির থাকতে পারবেন বিয়েতে, আবার কোভিড বিধিও ভঙ্গ হবে না, আর খাওয়া-দাওয়াও হবে। ধন্যি বুদ্ধি!