যমুনা টেলিভিশনের সাব অফিসে অগ্নিকাণ্ড
বৃহস্পতিবার, জানুয়ারী ০৬, ২০২২
রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারে ১২ তলায় লাগা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে যমুনা টিলিভিশনের শাখা অফিস। সকাল ১১টায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। আগুনে যমুনা টিভির কয়েকটি ক্যামেরা, ডিভাইস, মাইক্রোফোন, এডিটিং প্যানেল, কম্পিউটার ও স্টুডিওসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে।