ইটালিয়ান সুপার কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে ইন্টার মিলান আর য়্যুভেন্টাস। সান সিরোতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
গেলো মৌসুমের সিরি আ চ্যাম্পিয়ন হয়ে ইন্টার মিলান আর কোপা ইটালিয়ার চ্যাম্পিয়ন হয়ে য়ুভেন্টাস লড়বে আজ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। য়্যুভেন্টাসের লক্ষ্য থাকবে রেকর্ড ১০ম বারের মতো শিরোপা জেতা।