ঢাকার কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ‌ওই অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ীরা জানান, শনিবার ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগে। এতে পাইকারি বাজারের অনেক দোকান পুড়ে যায়। খবর পেয়ে আগুন নেভাতে যোগ দেয় ১২টি ইউনিট। ঘটনাস্থলে আসে পুলিশ, র‌্যাব, ওয়াসা, বিদ্যুৎ ও তিতাস গ্যাসের কর্মকর্তারা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় শতাধিক দোকান।