মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় ডান হাতে চোট পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তৃতীয় ও চতুর্থ আঙুলের ফাঁকে বলের আঘাতে সেলাই পড়েছে তিনটি। চলতি টেস্ট তো বটেই, ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হতে চলা দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত হয়ে পড়লেন টাইগার ওপেনার।
বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিল্ডিং করার সময় মাহমুদুল হাসান ডান হাতের আঙুলে চোট পেয়েছেন। তাঁর হাতের তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝে তিনটি সেলাই পড়েছে। যার ফলে আগামী সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে তরুণ এই ব্যাটারকে।
আজ মঙ্গলবার টেস্টের চতুর্থ দিন শষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের ফিজিও বাইজিদ ইসলাম বলেছেন, ‘মাহমুদুল হাসান জয় আজকে ফিল্ডিং করার সময় ডানহাতের ইনজুরিতে পড়েছে। হাতের তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝে তিনটি সেলাই লেগেছে। এখানকার চিকিৎসক সেলাই করে দিয়েছেন। ওকে এখন সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেওয়া হয়েছে।’