মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। আজ সোমবার দুপুরে নিজেই এ খবর জানালেন তিনি। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। গুলশানের একটি হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করিয়ে বেরিয়েই একসঙ্গে একটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে পরীমনিকে ধন্যবাদ জানিয়ে নিজেকে অভিনন্দিত করেছেন রাজ।

তিনি বলেন, ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে আমরা বিয়ে করি। সেটা আমরা কাউকে জানাইনি। আমরা একটা পরিকল্পনা করে, অনুষ্ঠান করে বিষয়টি জানাতে চেয়েছিলাম। শুটিং আছে, কাজগুলো শেষ হলে গুছিয়ে আমরা অনুষ্ঠান করব। যার কারণেই জানানো হয়নি।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, পরীমণি মা হতে যাচ্ছে এটা সত্য। তিন চার দিন আগে আমি জানতে পেরেছি তারা বিয়ে করেছে ও পরীমণি মা হতে যাচ্ছে। তারা দুইজনেই আমার বাসায় আসছিল। তখন তারা দুজনেই বিয়ের বিষয়টি জানায়। তাদের জন্য শুভ কামনা রইল।