বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেসের সাথে গোপনে দেখা করেছেন লিওনেল মেসি। আর তাতেই আবারও গুঞ্জন উঠেছে মেসির ন্যু ক্যাম্পে প্রত্যাবর্তনের।
কাতালান সংবাদপত্র মুন্ডো দেপোর্তিভো পিএসজি তারকার ছবি প্রথম প্রকাশ করার পরেই গুজবের ডালপালা ছড়িয়ে পড়ে। অনেকেই অনুমান করেছিলেন যে, এক সপ্তাহ বাকি থাকা শীতকালীন দলবদলে তাদের আইডল হয়তো আবার ন্যু ক্যাম্পে ফিরে আসছেন!
একইসঙ্গে কাতালান টেলিভিশন টিভি থ্রি জানায়, ৩৪ বছর বয়সী মেসি সোমবার সন্ধ্যায় বার্সেলোনার কোচ জাভি, ফুটবলার বুসকেটস এবং জর্ডি আলবাসহ অন্যান্যদের সঙ্গে ডিনারের জন্য বার্সেলোনায় রয়েছেন।