নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ভোট দিয়েছেন।

রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় বাবার কবর জিয়ারত শেষে পৌনে এগারোটার দিকে নগরীর শিশুবাগ বিদ্যালয় (দেওভোগ) কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ভোট দিয়ে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের আইভী বলেন, ভোটের পরিবেশ এখনও ঠিক আছে। আমি জানি না একটু পর কী হবে। তবে আমি বলবো ভোট দিতে দেওয়া হোক সবাইকে। যেখানে স্লো আছে সেখানে দ্রুত করা হোক এবং আইনশৃঙ্খলা বাহিনী যেন সহায়তা করে। আমি শুধু আমার কথা বলছি না। সকলের কথা বলছি।

তিনি বলেন, সহযোগিতা করলে যেটা হবে আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। তবে আমি জানি, নরায়ণগঞ্জের মানুষ আমাকেই বেছে নিয়েছে। অলরেডি তারা নির্ধারণ করে ফেলেছে কাকে ভোট দেবে। ইনশাআল্লাহ নৌকা জয়যুক্ত হবে, আইভীর জয় হবেই হবে, গণজোয়ারের জয় হবেই হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ১৯২টি ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজারেরও বেশি সদস্য নিয়োজিত থাকবেন। নির্বাচনে ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।