ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের গবেষণা মতে, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়াস জুনিয়র।

সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব নুসাটেলের ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ মাঠের পারফরম্যান্সের বিচারে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। আর সেখানে এই মুহূর্তে সবচেয়ে দামি ফুটবলারের তকমা দেয়া হয়েছে রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে। এই ফুটবলারের বাজার মূল্য ধরা হয়েছে ১৬৬.৪ মিলিয়ন ইউরো।