চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ৪ উইকেটে ও দ্বিতীয়টি ৮৮ রানে জিতেছিলো বাংলাদেশ। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : হাসমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রিয়াজ হাসান, গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমারজাই, রশিদ খান, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকি।