সরাসরি ২০২৩ বিশ^কাপের টিকিট পেতে আরো এগিয়ে যেতে জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ।
৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখী টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারীদের অধিনায়ক হাসমাতুল্লাহ শহিদি। এ ম্যাচের মাধ্যমে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে অভিষেক হয়েছে অলরাউন্ডার ইয়াসির রাব্বির।
ওয়ানডে সুপার লিগে এখন বেশ ভালো অবস্থানে আছে উভয় দল। ১২ ম্যাচে ৮ জয় থেকে আসা ৮০ পয়েন্ট নিয়ে তালিকার ২ নম্বরে বাংলাদেশ। আর, নিজেদের খেলা ৬ ম্যাচের সবকটিতে জিতে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে আফগানরা। দুই দলই চায় চলমান সিরিজ জিতে পয়েন্ট টেবিলে আরও এগিয়ে যাবার।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান-
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজল হক ফারুকি।