আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজের অসাধারন নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল। 

আগামী ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামেই হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

স্কোর কার্ড : (টস-আফগানিস্তান)
আফগানিস্তান ইনিংস :
রহমানুল্লাহ গুরবাজ ক তামিম ব মুস্তাফিজুর ৭
ইব্রাহিম জাদরান ক ইয়াসির ব শরিফুল ১৯
রহমত শাহ ক মুশফিক ব তাসকিন ৩৪
হাসমতুল্লাহ শাহিদি ক মুশফিক ব মাহমুদুল্লাহ ২৮
নাজিবুল্লাহ জাদরান ক মাহমুদুল্লাহ ব শরিফুল ৬৭
মোহাম্মদ নবি ক মুশফিক ব তাসকিন ২০
গুলবাদিন নাইব এলবিডব্লু ব সাকিব ১৭
রশিদ খান বোল্ড ব সাকিব ০
মুজিব উর রহমান ক শান্ত (অতিরিক্ত) ব মুস্তাফিজ ০
ইয়ামিন আহমদজাই ক মাহমুদুল্লাহ ব মুস্তাফিজ ৫
ফজলহক ফারুকি অপরাজিত ০
অতিরিক্ত (লে বা-৫, ও-১৩) ১৮
মোট (অলআউট, ৪৯.১ ওভার) ২১৫
উইকেট পতন : ১/১১ (গুরবাজ), ২/৫৬ (ইব্রাহিম), ৩/৭৯ (রহমত), ৪/১০২ (শাহিদি), ৫/১৬৫ (নবি), ৬/১৯৪ (নাইব), ৭/১৯৪ (রশিদ), ৮/১৯৫ (মুজিব), ৯/২১৪ (নাজিবুল্লাহ), ১০/২১৫ (আহমাদজাই)।
বাংলাদেশ বোলিং :
মুস্তাফিজুর রহমান : ৯.১-০-৩৫-৩ (ও-৩),
তাসকিন আহমেদ : ১০-০-৫৫-২ (ও-৬),
সাকিব আল হাসান : ৯-১-৫০-২ (ও-৩),
শরিফুল ইসলাম : ১০-১-৩৮-২ (ও-১),
মেহেদি হাসান মিরাজ : ১০-৩-২৮-০,
মাহমুদুল্লাহ রিয়াদ : ১-০-৪-১।
বাংলাদেশ ইনিংস :
তামিম ইকবাল এলবিডব্লু ব ফারুকি ৮
লিটন দাস ক গুরবাজ ব ফারুকি ১
সাকিব আল হাসান বোল্ড ব মুজিব ১০
মুশফিকুর রহিম এলবিডব্লু ব ফারুকি ৩
ইয়াসির আলি বোল্ড ব ফারুকি ০
এাহমুদুল্লাহ রিয়াদ ক নাইব ব রশিদ ৮
আফিফ হোসেন অপরাজিত ৯৩
মেহেদি হাসান মিরাজ অপরাজিত ৮১
অতিরিক্ত (লে বা-১১, ও-৪) ১৫
মোট (অলআউট, ৪৮.৫ ওভার) ২১৯
উইকেট পতন : ১/১৩ (লিটন), ২/১৪ (তামিম), ৩/১৮ (মুশফিকুর), ৪/১৮ (ইয়াসির), ৫/২৮ (সাকিব), ৬/৪৫ (মাহমুদুল্লাহ)।
আফগানিস্তান বোলিং :
ফজলহক ফারুকি : ১০-১-৫৪-৪ (ও-২),
মুজিব উর রহমান : ১০-০-৩২-১,
ইয়ামিন আহমাদজাই : ৫-০-৩৫-০ (ও-১),
রশিদ খান : ১০-১-৩০-১,
মোহাম্মদ নবি : ১০-১-৩২-০,
গুলবাদিন নাইব : ৩.৫-০-২৫-০ (ও-১),
ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।