এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরেন সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭.৪৯ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৪৩ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৯৮.১১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৯.৩৯ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯৭.২৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৫.৭১। এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৯২.৮৫ শতাংশ।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন জিপিএ–৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ জন।