আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবং বাংলা সনের একাদশ মাস। ফাগুন হাওয়ায় এবার রঙ জুড়েছে ভালোবাসাও। তাই, বসন্ত উৎসব আর বিশ্ব ভালোবাসা দিবস মিলেমিশে একাকার।
ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে আজ সকাল সোয়া ৭টায় এসরাজ বাসন্তী রাগ পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। চলে সকাল ১০টা পর্যন্ত।
মহামারির কারণে এ বছরের বসন্ত উৎসব সীমিত পরিসরে পালন করা হচ্ছে। তবে আয়োজনের কোনো কমতি ছিল না। উৎসবে ছিল একক আবৃত্তি, একক ও দলীয় সংগীত, দলীয় নৃত্যসহ বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশনা। দেশবরেণ্য শিল্পীরা পরিবেশনা করেছেন।
অন্যদিকে, ভালোবাসা দিবসে প্রিয়জনতে ফুল উপহার দেয়ার প্রথা অনেক পুরনো। আর এবার ফুল কেনাই হয়ে দাঁড়িয়েছে কারো কারো জন্য বিলাসিতা। আজ সারাদিন ফুল বিক্রি হচ্ছে কয়েকগুণ বেশি দামে। ফুলের দাম বৃদ্ধির জন্য ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবে এর চাহিদা বৃদ্ধিই কারণ বলে মনে করছেন সবাই। রাত ও সকালের বাজারের মধ্যে বিস্তর ফারাক। তাই ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপন করতে গিয়ে বিপাকে পড়েছেন অনেকে। তারপরও ফুলের বেচাকেনা জমজমাট।