ইউক্রেনে আটকে পড়া ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক রোমানিয়া থেকে দেশে ফিরেছেন। বুধবার (৯ মার্চ) দুপুর ১২টা ১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

মঙ্গলবার রাতে একটি বিশেষ ফ্লাইটে রোমানিয়া থেকে রওনা দেন তারা। তবে নিহত হাদিসুর রহমানের লাশ আনা হয়নি। তার লাশ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে। যা পরে আনা হবে। ৬ মার্চ ইউক্রেন থেকে রোমানিয়া পৌঁছান নাবিকরা।