মঙ্গলবার রাতে একটি বিশেষ ফ্লাইটে রোমানিয়া থেকে রওনা দেন তারা। তবে নিহত হাদিসুর রহমানের লাশ আনা হয়নি। তার লাশ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে। যা পরে আনা হবে। ৬ মার্চ ইউক্রেন থেকে রোমানিয়া পৌঁছান নাবিকরা।
Copyright (c) 2025 MH Multimedia LTD All Right Reserved