ফরিদপুরে ৫০০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) সকালে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- গুহলক্ষ্মীপুর এলাকার ফিরোজ শিকদারের ছেলে জুয়েল শিকদার (২৪), একই এলাকার শেখ চাঁন মিয়ার ছেলে শেখ মো. রবিন (২৪) ও শহরের আলীপুর খাঁ পাড়া এলাকার আনিসুর রহমানের ছেলে মইনুর রহমান (২৬)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকালে গুহলক্ষ্মীপুর এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ জুয়েল, রবিন ও মইনুরকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে জুয়েলের নামে থানায় ১০টি, রবিনের নামে আটটি ও মইনুরের নামে দু’টি মামলা রয়েছে। বিকেলে তাদের তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।