তীরে এসে তরী ডুবল বাংলাদেশের মেয়েদের। জয়ের সুবাশ পেলেও জয়টা পাওয়া হলো না। আশা জাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ রানে হেরে গেছে টিম টাইগ্রেস। মাউন্ট মঙ্গানুইয়ে ১৪১ রানের সহজ লক্ষ্য কঠিন হয়ে যায় থিতু হওয়া ব্যাটাররা উইকেট বিলিয়ে আসায়।
৩০ রানের মাথায় ১৭ রান করে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার শারমিন আক্তারও। এরপর ৩০ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছিলেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। তবে ৬০ রানের মাথায় ফিরে যান ৩ বাংলাদেশি ব্যাটার। ফারজানা ২৩ রান করে আউট হলেও ০ রানেই সাজঘরের পথ ধরেন রুমানা আহমেদ ও রিতু মনি। ৮৫ রানের মাথায় ফিরে যান নিগার সুলতানা ও ফাহিতা খাতুনও। দলীয় ১১০ রানে ব্যক্তিগত ২৩ রান করে ফিরে যান সালমা খাতুন। দলের স্কোরবোর্ডে আর ১২ রান যোগ করতেই নবম উইকেট হিসেবে বিদায় নেন জাহানারা আলম। শেষ উইকেট জুটিতে ফারিহা তৃষ্ণাকে নিয়ে জয়ের পথেই যাচ্ছিলেন নয় নাম্বারে নামা নাহিদা আক্তার। ১২২ রান থেকে পৌঁছে গিয়েছিলেন ১৩৬ রানে। এর মধ্যে কোনো রান করতে পারেননি তৃষ্ণা। শেষ পর্যন্ত তৃষ্ণা আউট হয়ে গেলে বাংলাদেশের জয়ের স্বপ্ন ধূলিস্মাৎ হয়। ফাহিমা খাতুন অপরাজিত ছিলেন ২৫ রানে।
হ্যামিল্টনে টস হেরে বোলিং বেছে নেয় বাংলাদেশ। উইন্ডিকে আটকে ফেলে দেড়শর আগেই। শেইমিন ক্যাম্বেল ৫৩ রানে অপরাজিত থাকেন। ৭০ রানে ৭ উইকেট হারানো দলটি তার ব্যাটেই ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ পর্যন্ত যেতে পারে।