সর্বশেষ পাঁচ ক্লাসিকোতে বার্সেলোনা জয়ের দেখাই পায়নি, সবগুলোতে হেরেছে। সর্বশেষ জয় ২০১৯ সালের মার্চে, তবে সেটিও এসেছে ন্যূনতম ব্যবধানে। একের বেশি গোল রিয়াল মাদ্রিদের জালে দিয়ে বার্সেলোনা সর্বশেষ জিতেছিল ২০১৯ সালেরই ফেব্রুয়ারিতে, স্প্যানিশ কাপে।
রিয়াল-দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে মুগ্ধতা ছড়িয়েছে বার্সেলোনা। এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করেছে ৪-০ গোলে। যা অন্য সবার মতো অবাক করেছে কাতালানদের কোচ জাভি হার্নান্দেজকেও।
‘লা লিগা জেতার আশা করি না। এটা খুব কঠিন। আজ টপারদের দাঁতে এমন একটি দুর্দান্ত লাথি দিতে পেরে আমি খুশি। আমার প্রথম লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে টিকে থাকা, তারপর অন্যকিছু। এই জয় আমাদের উজ্জীবিত করবে। লক্ষ্যের পেছনে আরও শক্ত হয়ে ছুটতে হবে।’