জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে অনুষ্ঠানস্থল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি হাজির হন।
বিসিবির আয়োজনে কনসার্টটি শুরু হয় জনপ্রিয় ব্যান্ড মাইলস আর কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সংগীত পরিবেশনায়। মাগরিবের নামাজের বিরতি পর হঠাৎ বৃষ্টি শুরু হলে থেমে থাকে অনুষ্ঠান। পরে বৃষ্টি থামলে আবারও মমতাজের গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছিল সরকার। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছিল বিবিসি। কোভিডের হানায় তা থমকে যায়।