লা পাজের এস্তাদিও হার্নান্দো সাইলস স্টেডিয়ামে উচ্চতার কারণে অক্সিজেনের মাত্রা কম থাকায় এমনিতেই অতিথি দলকে প্রতিকূল পরিস্থিতির মুখে খেলতে হয়। তার ওপর ব্রাজিল দলে ছিলেন না নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র। তবুও সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৯৩২ ফিট উচ্চতায় দারুণ জয়ে রেকর্ড গড়ল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
আজ বুধবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে ব্রাজিল। জোড়া গোল করেন রিশার্লিসন, একটি করে লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেস।
আরেক ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ইকুয়েডরের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। টেবিলের দুইয়ে থাকা আলবিসেলেস্তের পয়েন্ট ৩৯। এই ড্রয়ের ফলে আর্জেন্টিনা টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল।
লাতিন অঞ্চলের বাছাইয়ে ১৭ ম্যাচে ১১ জয় এবং ছয় ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।