চীনের দক্ষিণাঞ্চলে ১৩৩ জন আরোহী নিয়ে একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়েছে।সোমবার (২১ মার্চ) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, বোয়িং ৭৩৭ বিধ্বস্তের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। তবে অনেক প্রাণহানির শঙ্কা করা হচ্ছে।

বিমানটি একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হলে সেখানকার বনভূমিতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন।