ছোট বেলায় বাবার কিনে দেয়া সাইকেলে হয়েছিল হাতেখড়ি। সাইকেলকে করেছেন সঙ্গী, চলেছেন বহুপথ। এরপর বাবাকে হারালেও হারেননি জীবন সংগ্রামে, স্বপ্নের পথে কখনও যাননি থেমে। পড়াশোনা আর চাকরির পাশাপাশি সাইক্লিংয়ে বিশ্ব জয়ের বিভোর স্বপ্নে মশগুল প্রবাসী কিশোর মোহাম্মদ মোস্তফা। মাত্র ১২ দিনে দুই চাকায় সমগ্র আরব আমিরাত ঘুরে- এবার ভিন্ন দেশে পাড়ি দিতে চান শখের সাইকেল নিয়ে।

বাবা আনোয়ার হোসেনের ব্যবসার সুবাদে সংযুক্ত আরব আমিরাতেই জন্মগ্রহণ করেন মোস্তফা। এরপর এখানেই বেড়ে ওঠা। কেটেছে শৈশব, চলছে কিশোর বয়স।

মাত্র কুড়ি বছর বয়সে আরব আমিরাতের ব্যস্ততম সড়কে এক হাজার ৬৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘুরেছেন সাতটি প্রদেশের শতাধিক জায়গায়। তবে নিরাপত্তা ও বিধিনিষেধের কারণে ঢুকতে পারেননি বেশ কিছু জায়গায়। কখনও তীব্র গরমে চাকা ফেটে যাওয়া, চেইন ছিঁড়ে যাওয়ার ঘটনাও সামাল দিতে হয়েছে তাকে। তবু ফিরে আসেননি৷ লক্ষ্যে পৌছুতে সর্বোচ্চ চেষ্টা করেছেন মোস্তফা।