নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় মালবাহী জাহাজের ধাক্কায় ‘এম এল আফসার উদ্দিন’ নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই জন নারী, একজন পুরুষ এবং এক জন শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে ১৫০ যাত্রীর ধারণক্ষমতা সম্পন্ন লঞ্চটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। এসময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে ডুবে যাওয়ার সময় লঞ্চটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা জানা সম্ভব হয়নি।