আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম সাক্ষাতে আফগানিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের করা ১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই নাসুম আহমেদের স্পিন ঘূর্ণিতে বিপাকে পড়ে আফগানিস্তান। ৪.৩ ওভারের মধ্যেই আফগান টপ অর্ডারের ৪ ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠান নাসুম।

বাংলাদেশের ব্যাটিং ছিল প্রায় পুরোটাই লিটন দাসের ওয়ান ম্যান শো। বাংলাদেশী এই ইনফর্ম টপ অর্ডার ব্যাটারের ৪৪ বলে ৬০ রানের ইনিংসের ওপর ভর করেই ১৫৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই কেবল গড়েনি বাংলাদেশ, বাকি সব প্রতিষ্ঠিত ব্যাটারদের ব্যর্থতাও আর পায়নি সামনে আসার অবকাশ।