কুমিল্লার স্থানীয় সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু (৩৪) র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।


কুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সোয়া ২টায় রাজুকে র‍্যাবের গাড়িতে করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা করে দেখেন সে আর বেঁচে নেই। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় মর্গে। এসময় হাসপাতালে উপস্থিত র‍্যাব সদস্যরা গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে র‍্যাবের এক কর্মকর্তা বলেন, শনিবার মধ্যরাতে সীমান্ত টপকে ভারতে পালিয়ে যাওয়ার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গোলাবাড়ি এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজু নিহত হয়েছে। তার লাশ কুমেক হাসপাতালে আছে। পরে র‍্যাবের পক্ষ থেকে উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানাবেন।