ছেলে অষ্টম শ্রেণির পর আর স্কুলে যায়নি। বাড়ি থেকে পালিয়ে দিনের পর দিন থাকতো নিখোঁজ। করতো গাঁজার নেশা। বারবার নিষেধ করেও কোনো কাজ হয়নি।

তাই শেষ পর্যন্ত ছেলে ঘরে ফিরতেই শক্ত করে বাঁধলেন মা। তারপর মুখে ডলে দিলেন মরিচের গুঁড়া।

ভিডিও-