নাটকে ব্যাচেলরদের জীবন ও যাপন নিয়ে দারুণ সব গল্প বলতে জুড়ি নেই সময়ের আলোচতি ও দর্শকপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির। আসছে ঈদ উপলক্ষ্যে এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পাশা, কাবিলা, শুভ, হাবু, শিমুল, অন্তরাদের নিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘ব্যাচেলর রমজান’।

মূল চরিত্রগুলোতে অভিনয় করবেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলম। তাদের সঙ্গ দেবেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া প্রমুখ।

এ প্রসঙ্গে নির্মাতা অমি বলেন, এই নাটকে মূলত পাশা-কাবিলা-শুভদের রমজানের কর্মকাণ্ড তুলে ধরা হবে। রোজার সময় তারা কী করে, কে রোজা রাখে, কে লুকিয়ে খাবার খায়, কে নামাজ পড়ে, কে ফাঁকি দেয়, কে আবার ডেটিংয়ে যায়, এই ধরণের নানা রকমের কাণ্ড দেখা যাবে।’