ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে খেলাধুলা করলে শিক্ষার্থীদের মানসিক শারীরিক বিকাশ ঘটায় বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের আলোচিত সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। তিনি বলেন, প্রতিটি স্কুলেই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ভালো পরিবেশ থাকতে হবে।

শুক্রবার (১ এপ্রিল) ফরিদপুরের ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তব্যকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক (ভোলা মাস্টার), ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামশেদ, ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সফি উদ্দিন মোল্লা, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন প্রমুখ।