সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার পর নিউমার্কেট এলাকায় আবারও কেনাবেচা জমে উঠছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা এই ক’দিনের লোকসান আবারও কাটিয়ে ওঠার আশা করছেন।
রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, চাঁদনি চক ও নুরজাহান মার্কেটে আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘুরে এ চিত্র দেখা গেছে।
বিপণিবিতানগুলো খুলে দেওয়ায় উৎসাহ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও ক্রেতারা। বিক্রেতারা বলছেন, সকাল থেকেই ক্রেতারা আসছে। বিক্রি শুরু হয়েছে। আস্তে আস্তে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। সামনের দিনগুলো আর কোনো ঝামেলা নয়, নির্বিঘ্নে ব্যবসা করতে চান তাঁরা।